Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোট প্রাক্কলিত জনসংখ্যা  ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)।       বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)        জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) ।    জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) ।     খানার আকার ৪.২ জন (২০২২) ।  লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ;    স্থূল জন্মহার ১৯.৩;    স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) ।    প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।     সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) ।   স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) ।     দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  ।     বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন ।   বেকারত্বের হার ৩.৬% ।     মূল্যস্ফীতি ৯.৬৯% (জুলাই ২০২৩) ।    মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) ।    ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) ।    মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)।   জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)    জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P)        জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)     মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার।    আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা ।     রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা ।    রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা ।  সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


শিরোনাম
জাতীয় বাতায়নের ঘটনাপুঞ্জ
ডাউনলোড

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রোগ্রামের আওতায় জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি দপ্তর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ প্রায় পঁচিশ হাজার সরকারি দপ্তরের ওয়েব সাইটের একটি সমন্বিত রূপ বা ওয়েব পোর্টাল।

সরকারের বিভিন্ন সেবা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জনগণের কাছে সহজে পৌঁছে দিতে গত জুন মাসে চালু হয়েছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।  জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। এর নাম বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd)। গত ২৩ জুন এই পোর্টালের উদ্বোধন করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমরা যাচাই করে দেখেছি যে বিশ্বের অন্য কোনো দেশে সরকারি ২৫ হাজার ওয়েবসাইট এক জায়গায় নেই। একমাত্র বাংলাদেশে আছে এখন।’ তথ্য বাতায়নে তথ্য সন্নিবেশিত করার ৫০ হাজারের বেশি সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ পেয়েছেন। এটির পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিল অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। বলে রাখা ভালো www.bangladesh.gov.bd ঠিকানার ওয়েবসাইট অাগেও ছিল। তবে তখন এর ব্যাপ্তি ছিল কম।