Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোট প্রাক্কলিত জনসংখ্যা  ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)।       বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)        জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) ।    জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) ।     খানার আকার ৪.২ জন (২০২২) ।  লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ;    স্থূল জন্মহার ১৯.৩;    স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) ।    প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।     সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) ।   স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) ।     দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  ।     বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন ।   বেকারত্বের হার ৩.৬% ।     মূল্যস্ফীতি ৯.৬৯% (জুলাই ২০২৩) ।    মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) ।    ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) ।    মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)।   জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)    জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P)        জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)     মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার।    আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা ।     রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা ।    রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা ।  সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


সাম্প্রতিক কর্মকাণ্ড

কিশোরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক নির্ধারিত পঞ্জিকা অনুযায়ী বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অফিসসমূহ রুটিন কার্যাবলী সম্পাদন করে থাকে সরকার নীতি নির্ধারকদের প্রয়োজনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো শুমারি ও জরিপ কাজ পরিচালনা করে থাকে কিশোরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের সাম্প্রতিক কর্মকান্ড নিম্নরুপ (পঞ্জিকা বহির্ভূত):

 

কৃষি পল্লী পরিসংখ্যান জরিপঃ

 

কিশোরগঞ্জ উপজেলার রাজিব, দক্ষিণ বড়ভিটা, গণেশ, মুসরত পানিয়ালপুকুর, মন্থনা গ্রামে ১৫ এপ্রিল, ২০১৮ হতে  ০৩ মে, ২০১৮ পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিত এবং এডহক ভিত্তিতে বিভিন্ন ধরণের জরিপ পরিচালনা করে শ্রমশক্তি জরিপ-২০১৫ অনুযায়ী কৃষিখাতে দেশের মোট জনবলের ৪১% শ্রমশক্তি নিয়োজিত এবং পল্লীতে ৫২% নিয়োজিত কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই প্রথমবার এডহক ভিত্তিতে কৃষি ও পল্লী পরিসংখ্যান জরিপ-২০১৮ পরিচালনা করতে যাচ্ছে এপ্রিল-২০১৮ মাসব্যাপী এই  জরিপ পরিচালনা করা হবে  জরিপটির মাধ্যমে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা, পল্লী এলাকার জনগণের জীবন জীবিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশকসমূহ বের করা সম্ভব হবে জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যাবলী পরিকল্পনা প্রণয়ন এবং পল্লী এলাকায় কৃষির উন্নয়নের সুষ্ঠূ এবং বাস্তবসম্মত কর্মসূচী প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে

 

উদ্দেশ্যঃ এই জরিপের উদ্দেশ্য হল পল্লী  এলাকায় জেলা ভিত্তিক আর্থসামাজিক অবস্থা, কর্মসংস্থান , কৃষি মজুরি এবং এর কর্মঘন্টা, জমির মালিকানা ও এর ব্যবহার, নারীর ক্ষমতায়ন, পুরুষ এবং মাহিলা ভেদে সুযোগ-সুবিধার তারতম্য কৃষি উপকরণ, কৃষি সরঞ্জাম ব্যবহার, কৃষিপণ্য বিক্রয় এবং মূল্য, ফসল কর্তনোত্তর ক্ষয়ক্ষতির হিসাব, কৃষি ঋণ এর ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান তৈরী করা

 

তাঁত শুমারি-২০১৮

 

০১-০৫ এপ্রিল, ২০১৮ সময়ে কিশোরগঞ্জ উপজেলায় তাঁত শুমারি-২০১৮ এর জোনাল অপারেশন বা প্রস্তুতিমূলক কাজ পরিচালনা করা হয় মে-২০১৮ মাসে শুমারির তথ্য সংগ্রহ করা হবে

 

উদ্দেশ্যঃ

  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অন্যান্য সংস্থা কর্তৃক ভবিষ্যতে জরিপ পরিচালনার নমুনা ভিত্তি বা নমুনা কাঠামো তৈরি করা
  • তাঁত শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে ধারনা লাভ
  •  বাংলাদেশের তাঁত শিল্পের সমস্যা সম্ভাবনা নিরুপন করা
  • দেশে তাঁত শিল্পে নিয়োজিত বয়সভিত্তিক মোট শ্রমিকের সংখ্যা (পুরুষ মহিলা) নিরুপণ করা এবং পাশাপাশি রfজস্ব ও ভাড়ায় নিয়োজিত শ্রমিকের সংখ্যা বের করা
  • বাংলাদেশে তাঁত শিল্পে নিয়োজিত কর্মীদের/জনবলের দক্ষতা নিরুপণ করা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা বাড়ানোর কৌশল প্রস্তাব করা
  •  দেশে মোট সচল অচল তাঁত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করা
  •  কটন থ্রেড কটন (সংখ্যাভিত্তিক) এর বার্ষিক শোট চাহিদা এবং মোট জনবলের (ধরন অনুযায়ী) পরিমান নির্ধারণ করা
  •  জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের অবদান নিরুপণ করা
  • তাঁত শিল্পে নিয়োজিত শ্রমিক সংশ্লিষ্ট খানার আর্থসামমাজিক অবস্থার মূল্যায়ন করা

 

 

অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত জরিপ-২০১৮

 

২০১৩ সালে সারদেশে অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ উপজেলায় অর্খনৈতিক শুমারি-২০১৩ তে গণনাভুক্ত অর্থনৈতিক ইউনিটসমূহ হতে দৈবচয়নের মাধ্যমে ১১৭টি ইউনিট হতে অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত জরিপ-২০১৮ তথ্য সংগ্রহ করা হয় ১১ মার্চ, ২০১৮ হতে ২০ মার্চ, ২০১৮ পর্যন্ত মাঠপর্যায়ে এ জরিপের তথ্য সংগ্রহ করা হয়

  

 

ইফেক্টিভ কাভারেজ অফ বেসিক সোস্যাল সার্ভিসেস

 

১৭ ডিসেম্বর, ২০১৮ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ সময়ে কিশোরগঞ্জ উপজেলার ০৪(চার) টি নমুনা এলাকায় (উত্তর দুরাকুটি, কিশোরগঞ্জ, রাজিব, পুটিমারী) কার্যক্রম পরিচালিত হয় মনিটরিং দি সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাস্টিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকলল্পের স্থানীয় মহিলা রেজিস্ট্রারগণ ট্যাব ব্যবহার করে খানার সদস্যদের জনমিতিক তথ্য, খাবার পানি, স্যানিটেশন, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার, শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, জন্ম নিবন্ধন, শিশুকে বুকের দুধ খাওয়ানো, পরিপূরক খাবার গ্রহণ, শিশুর আগাম শিক্ষা ও উদ্দীপনা, কৈশোর প্রাপ্তদের স্বাস্থসেবা, -১৪ বছরের শিশুদের পড়াশোনা, মাতৃখাবার, প্রাতিষ্ঠানিক পর্যায়ে সন্তান প্রসব এবং আয়রন ফলিক এসিড ট্যাবলেট সেবন প্রভৃতি বিষয়ে তথ্য সংগ্রহ করেন

 

মনিটরিং দি সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাস্টিসটিক্স অব বাংলাদেশ

 

কিশোরগঞ্জ উপজেলার (চার) টি নমুনা এলাকা (উত্তর দুরাকুটি, কিশোরগঞ্জ, রাজিব, পুটিমারী) হতে স্থানীয় মহিলা রেজিস্টারগণ বছরব্যপী জন্ম,মৃতু,বিবাহ,তালাক,আগমন,বর্হিগমন জন্মনিয়ন্ত্রন,এইচআইভিএইচ এর তথ্য সংগ্রহ করে